শনিবার, ২৪ মে, ২০২৫
Home Blog Page 686

সীমিত আকারে চলার অনুমতি পেল গণপরিবহন

0
bus-Dro-28-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার ঘোষিত সাধরণ ছুটির শেষ হওয়ার পর দিন থেকে সীমিত আকারে গণপরিবহন চলার অনুমতিও দেওয়া হয়েছে।

সীমিত আকারের গণপরিবহন চালুর ব্যাপারে বুধবার রাতে নতুন সিদ্ধান্তে জানানো হয়। ৩১ মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী বাস, নৌযান ও ট্রেন চলবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে খুলতে পারবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য বিভাগের ১৩ দফা মানতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকবে। তবে অনলাইন বা অন্যান্য ভার্চ্যুয়াল ক্লাস অব্যাহত থাকবে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই নির্দেশনা দিয়েছেন বলে জানান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ৬৭ দিনের সরকার ঘোষিত সাধরণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকান্ড সচল রেখে নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সীমিত আকারে অফিস-আদালতসহ গণপরিবহন খুলে দেওয়া হবে।

করোনা ভাইরাসে শনাক্তের নতুন রেকর্ড দুই সহস্রাধিক

0
Corona-Dro-28-p-5-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

একদিনে দেশে আরও দুই হাজার ২৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। এ যাবৎ মোট ৪০ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হলো।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা অব্দি নতুন করে নয় হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের কিছু সংরক্ষিত নমুনা মিলিয়ে নয় হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়।

দেশে মোট দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হলো। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন।

মেহেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

0
suicide-Dro-28-p-4-compressed
প্রতিকী ছবি।

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় নিজ ঘরের আড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক টোকন আলী (২০)। সে গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ার ইফার আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৮টার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা নিজ ঘর থেকে যুবক টোকনের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানান, ঈদের দিন টোকন ও তার স্ত্রী শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। কিন্তু স্ত্রী’কে রেখে বুধবার সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার সকালে টোকনের কোন সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করে। পরে দরজা ভেঙ্গে তার ঝুলছে মৃতদেহ দেখতেপায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁেছ মৃতদেহ উদ্ধার করে।

খোকসায় কোয়ারেন্টাইনে থাকা শ্রমিককে খাদ্যসহায়তা দিল পুলিশ

0
QURINTINE-DRO-27-P16-compressed
প্রকতকী ছবি।

স্টাফ রিপোর্টার

সাভার ফেরত খোকসার গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন করোনা রোগী পোশাক শ্রমিকের অভুক্ত পরিবারকে রাতের আধারে খাদ্য সহায়তা পৌচ্ছে দিল থানা পুলিশ।

বুধবার রাত ১০ পর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের বাড়িতে খাদ্য সহায়তার চাল ডাল তেল লবন পৌছে দেন পুলিশের এক অফিসার।

জানা গেছে, জ্বর ঠান্ডা-কাশি ও গলার ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে সাভার থেকে খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়ায় গ্রামের বাড়িতে ফিরে আসে পোশাক শ্রমিক হাবিল মন্ডল। এই খবর নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওই পোশাক শ্রমিককে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শদেয় প্রশাসন। এরপর থেকে গ্রামবাসী ওই পরিবারটিকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ইতোমধ্যে খাবার ও ওষুধ সংকটে পরে ৯ সদস্যেও পরিবারটি।

বুধবার রাতে একজন উপ সহকারী মেডিকেল অফিসারের মাধ্যমে অভুক্ত পরিবারের খবর পৌচ্ছায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলমের কাছে। বৃষ্টি উপেক্ষা করে তাতক্ষনিক পুলিশের একটি দল খাদ্য সহয়তার চাল, ডাল, আলু আরকিছু সদায় নিয়ে ওই পোশাক শ্রমিকের বাড়িতে পৌচ্ছায়। সেই সহায়তার চাল ডাল দিয়ে ভুক্তভোগী পরিবারটির রাতের খাবার হয়েছে।

সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে, তিনি খাদ্যসহয়তার পাওয়ার কথা স্বীকার করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। চাল ও বাজার সদায় না থাকায় তার পরিবারের অধিকাংশ সদস্য বুধবার রাতে না খেয়ে ছিল। পুলিশের সহায়তায় তাদের খাবারের সমস্যা মিটেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, কোয়ারেন্টাইনে থাকা পোশাক শ্রমিকের বাড়িতে খাবার সংকটের কথা জানার সাথে সাথে বৃষ্টির মধ্যেই রাতের আঁধারে খাদ্যসহায়তার চাল-ডাল পৌছে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামন জানান, রোগীর ওষুধের সংকট হওয়ার কথা না। প্রয়োজনী ওষুধ বৃহস্পতিবার সকালে পাঠানো হবে।

পাংশার হাবাসপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

0
Pangsha-dro-27-p17-compressed
পাংশা।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে ২ নং হাবাসপুর ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ২কোটি ৪৮ লক্ষ ৭৩ হাজার ৪শত ৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মন্ডল এ বাজেট ঘোষনা করেন।

ইউপি সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল বলেন এই করোনা কালীন সময় আপনারা সকলেই নিরাপদে সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন।

দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

0
kushtia-dro-27-p16-compressed
আলমগীর হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা নিয়ে বিরাধে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর গুলিতে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। পেটে গুলিবিদ্ধ আলমগীর হোসেন মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামর মৃত শুকুর আলীর ছেলে।

জন প্রতিনিধি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া এলাকার বচ্চন আলীর কাছে মাদক ব্যবসার টাকা পেত আলমগীর হোসেন নামের আর এক মাদক বিক্রেতা। টাকা নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিকাল সাড়ে ৩টার দিকে একই ইউনিয়নের মুন্সিগঞ্জ ও ক্রোফোর্ডনগর এলাকার মাদক ব্যবসায়ী আশিক, জাহাঙ্গীর ও ইগু টাকা দেয়ার কথা বলে আলমগীর হোসেনকে ঠোটারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ডেকে নিয়ে যায়।

সেখানে অবস্থান রত বচ্চন আলীর সাথে আলমগীর হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে বচ্চন আলী পিস্তুল বের করে আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলমগীর হোসেন পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আলমগীর গুলিবিদ্ধ আহত হয়েছেন।

ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি আল বেরুনী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওসি আরিফুল রহমান।

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
Pangsha-dro-27-p-15-compressed
পাংশার ম্যাপ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় কদম গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত শিশু আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি কদম গাছে ফুল পাড়তে যায় আরাফাত। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না। রাতে ঝড়ো হাওয়ায় ইদ্রিস আলী শেখের নিজের বাড়ির বিদ্যুতের মিটারের তার ছিড়ে যায়। হটাৎ বিদ্যুৎ আসায় গোটা টিনসেটের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় টিনের চালের উপর থেকে কদম ফুল পারতে যাওয়া আরাফাত সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0
holy-dro-27-p8
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি ছুটি আর বাড়ছে না। তবে গণপরিবহন, যাত্রীাবাহী নৌযান ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধই থাকছে। অবশ্য ব্যক্তিগত গাড়ি চলতে পারবে। এ ছাড়া কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল করতে পারবে।

বুধবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। ইতিমধ্যে সাত দফায় ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির বাড়ানো হয়। করোনাভাইরাস মোকাবিলায় সর্বশেষ ঘোষিত সাধারণ ছুটি তিন দিন পর শেষ হচ্ছে ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩০ মে ছুটি শেষ হচ্ছে। এরপর নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকান্ডে এবং অফিস-আদালত সীমিত আকারে খুলে দেওয়া হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থায় সীমিত আকারে খুলতে পারবে। সে ক্ষেত্রে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্কপড়াসহ স্বাস্থ্য সেবা বিভাগের ১৩ দফা মানতে হবে।

দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যাত্রীবাহী গণপরিবহন, নৌযান, ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে। তবে কর্মস্থলে যাওয়ার জন্য কর্মস্থলের গাড়ি ও ব্যক্তিগত এবং হালকা যান চলতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, আগের নিষেধাজ্ঞাগুলো যেমন এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মানা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকবে। অনলাইন বা অন্যান্য ভার্চুয়াল ক্লাস অব্যাহত থাকবে।

সর্বশেষ ছুটির প্রজ্ঞাপনের সময়ই কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছিল। দোকানপাট, তৈরি পোশাক কারখানাসহ কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যাংকও চালু আছে। অফিসও প্রয়োজনে খোলা রাখা যাচ্ছে। তবে জরুরি সেবা ও গণমাধ্যমসহ কিছু কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে থাকছে।

খুলনায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মীভূত

0
Khulna-Dro-27-p-13-compressed
বটিয়াঘাটার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ড।

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার ভোরে বটিয়াঘাটা উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ দোকান ভস্মীভূত হয়ে গেছে।
ভুক্তভোগীরা দাবি করছেন উক্ত অগ্নিকান্ডে প্রায় কোটির টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাস স্ট্যান্ড এলাকায় ভোর ৪টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পসময়ের মধ্যে আশে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সাহায্যের ঘোষণা দেয়। এতে স্থানীয়রা ছুটে আসে। প্রাথমিকভাবে তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আশে পাশের ৩৫ দোকান ভস্মে পরিণত হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে নতুন বাস স্ট্যান্ডের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলা

0
khoksa-dro-27-p14-compressed
লকডাউনে বন্ধ খোকসা বাজার।

স্টাফ রিপোর্টার

খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলার অনুমতি মিলেছে। করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হতে আরো তিনদিন বাঁকী রয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সরকার সাত দফায় ৬৬ দিন ছুটির ফাঁদে ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হয়। চরম বিপর্যয় থেকে রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতারা দফায় দফায় আলোচনা করে আসছিলেন। এক পর্যায়ে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার শর্তে সকাল ৮ টা থেকে কিাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিলেছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কর্যকর হবে বলে সূত্রটি জানায়।

খোকসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালের দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম তাকে মোবাইল ফোনে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর পরে তিনি মাইকে প্রচার করেছে। ব্যবাসীরা যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। সে বিষয়ে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

সংস্কার কমিশন বাতিল দাবিতে হেফাজতের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) বিকালে বড় বাজার থেকে বিক্ষোভ...

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে...

খোকসায় কোটি টাকার স্বর্ণসহ সিন্দুক নিয়ে গেছে দুর্বৃত্বরা

স্টাফ রিপোর্টার মাত্র ১২ মিনিট অপারেশেন চালিয়ে দুর্বৃত্তরা একটি সোনার দোকানের শোরুম থেকে কোটি টাকার সোনা ও রুপাসহ লোহার সিন্দুক তুলে নিয়ে গেছে। বাজারের দুই...

অভ্যুত্থানে নিহত হাফেজের লাশ উত্তোলনে পরিবারের বাধা

কুষ্টিয়া প্রতিনিধি জুলাই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদের (১৭) লাশ কবর থেকে উত্তোলন করতে গিয়ে বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেটসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী...

দৌলতপুরে হামলায় দুই এসএসসি শিক্ষার্থী আহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে এসে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল...