২০২০ এর এশিয়া কাপ স্থগিত

0
182

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ইনস্টাগ্রামের এক ভিডিওতে বলেন এবার এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। তবে সে সময় অবদি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে তেমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সৌরভের মন্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় ক্রিকেট প্রেমীদের মাঝে। শেষ পর্যন্ত এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে বাতিলের ঘোষণা দিয়ে এসিসিই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসিসি জানিয়েছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে না। ২০২১ সালে এটি আয়োজনের চেষ্টা করবে এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিবৃতিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এশিয়া কাপ আয়োজনের কথা ছিল। কিন্তু ভ্রমণনিষেধাজ্ঞা, দেশে দেশে হোম কোয়ারেন্টিনের বিভিন্ন নিয়ম, মৌলিক স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মের মধ্যে এশিয়া কাপ আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর বাইরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকদের স্বাস্থ্য ঝুঁকিও একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এসব বিবেচনায় নিয়ে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত ঘোষণা করছে।