বুধবার, ৭ মে, ২০২৫
Home Blog Page 690

অচেতন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ম্যাজিস্ট্রেট

0
CORONA--dro-18-p-6
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

করোনার উপসর্গ নিয়ে দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এনডিসি এবিএম আরিফুল ইসলাম।

বৃদ্ধকে হাসপাতালে পাঠানোর পর রোববার রাতে তিনি তাঁর ফেসবুক পেজে অসুস্থ ওই বৃদ্ধকে নিয়ে ভিডিও চিত্রসহ আবেগঘন একটি স্ট্যাটার্স দিয়েছেন। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দু’দিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এই মানবিকতার বিষয়টি সবাই প্রশংসা করে নানা ইতিবাচক মন্তব্য করেছেন।

Screenshot_2-DRO-18-P6
সংগৃহিত স্ট্যাটাসের স্কিন শর্ট।

করোনা ভীতি ও মানবিকতা!!! শিরোনামে নিজের ফেসবুক পেজে পোষ্ট দেয়া ওই স্ট্যাটার্সে তিনি লিখেছেন- কুষ্টিয়া জেলা শহরের পুলিশ লাইন্স এলাকার এম আর এস তেল পাম্প সংলগ্ন রাস্তার পাশে একটি লোক জীর্ণশীর্ণ অবস্থায় দুইদিন ধরে পড়ে আছে। ব্যক্তিটি এতটাই অসুস্থ যে তার নাম-পরিচয় পর্যন্ত বলার সক্ষমতা হারিয়ে ফেলেছে। কেউ তার পাশে যাচ্ছে না। ব্যক্তিটি নির্বিকার মানুষের দিকে নিষ্পলক তাকিয়ে অসহায় অবস্থায় পড়ে আছে। পৃথিবী নামক এই মহারাজ্যে যেখানে মানুষই সব সেখানে করোনা নামক এক ভীতি মানুষের সব মানবিক গুণগুলোকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। যেনো মানবিকতার কোনো আহ্বানই কারো কর্ণকুহরে প্রবেশ করছে না। এমনকি নিদারুণ মৃত্যু চিৎকারও মানুষ নির্লজ্জ স্বার্থপরের মত শুনে না শোনার ভান করে এড়িয়ে যাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই যেটুকু বুঝতে পারলাম মূলত করোনা ভীতি থেকেই কেউ ব্যক্তিটির কাছে যেতে সাহস করছে না। লোকটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তার চিকিৎসার জন্য সর্ব প্রথম কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার মহোদয়ের সাথে ফোনে কথা বলি। আরএমও মহোদয় হাসপাতালে পাঠাতে বলেন। লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তার চিকিৎসার সকল খোঁজ-খবর রাখছি। চিকিৎসা চলমান রয়েছে। লোকটি জ্ঞান ফিরে পাওয়া মাত্রই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হবে। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে মুঠোফোনে জানতে চাওয়া হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, প্রায় ৫৫-৬০ বছর বয়স্ক ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার সংজ্ঞা ফিরেছে। না খাওয়া-দাওয়ার কারণে শরীর খুবই দুর্বল। সংজ্ঞা ফিরলেও তেমন একটা কথা বলতে পারছেন না। দু’একটা যাও বলছেন তাও অসংলগ্ন। শরীরে জ¦র, কাশি রয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার খোঁজে হাসপাতালে কেউ আসেনি।

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা ছেলের

0
ELITCITY-dro-18-p-4
প্রতিকী ছবি।

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও মারা গেছে।

সোমবার সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিষ বৈদ্য (৪৫) ও তার ছেলে তন্ময় বৈদ্য (২০)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান জানান, সকালে আশিষ বৈদ্য তার পুকুরে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী ডলি বৈদ্য ও পুত্র তন্ময় এগিয়ে গেলে তিনজনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তড়িতাহত পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বৈদ্য ও তার ছেলে তন্ময় বৈদ্যকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত অবস্থায় ডলি বৈদ্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ধারনা করা হচ্ছে, মুরগির ফার্মের বিদ্যুতের সংযোগ থেকে পুকুরের পানি বিদ্যুৎতায়িত হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

যশোরে ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
Jessore-compressed
প্রতিকী ছবি।

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় নিখোঁজের চারদিন পর রবিবার রাতে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, উপজেলার সীমান্তবর্তী অগ্রভূলোট গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহান আলী (২৮) চারদিন আগে রহস্যজনক ভাবে নিখোজ হয়। অবশেষে রবিবার রাতে নিজ বাড়ি থেকে যুবকবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, জাহান আলী চারদিন ধরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলেন। খবর পেয়ে রবিবার রাতে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে এটা পরিকল্পিত হত্যা না অন্য কিছু তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি।

ঘুর্ণিঝড় আম্পান খুলনা-চট্ট্রগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল পেরোতে পারে

0
Ampan-dro-18-p-3
ঘূর্ণি ঝড় আম্পান। প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের উপকূল পেরোতে পারে।

সোমবার সকালে আবহাওয়াবিদ ডঃ মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ আভাস দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উত্তর দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঝড়টি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঈদে গ্রামের বাড়ি যেতে দেয়া হবে না – আইজিপি

0
KHOKSA PIC 17 P 15-compressed
আইজিপি ডঃ বেনজীর আহমেদ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ঈদ উদযাপনের জন্য রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ।

রবিবার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি আরো বলেন, করোনা প্রার্দুরভাব ঠেকাতে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জনগণের সার্বিক কল্যাণের জন্য যে সব নির্দেশনা দিয়েছেন তা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। সরকার ঘোষিত বর্ধিত ছুটিতে ঈদ উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেনো যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।

শপিংমল ও মার্কেটসমূহ যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তিনি সংশিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এ অনলাইন সভায়।

শৈলকুপায় ভাতিজার হামলায় চাচা খুন

0
pitano-dro-17p-14-compressed
প্রতিকী ছবি।

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপার গ্রামে লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডার জেরে ভাতিজার হামলায় চাচা খুন হয়েছে।

জানা গেছে, রোববার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সাথে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ সময় সুন্নত জোয়ার্দ্দারের ছেলে রজন জোয়ার্দ্দার চাচার উপর হামলা চালায়। এতে নজির জোয়ার্দ্দার (৫৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। নিহত ব্যক্তি মৃত তাছের জোয়ার্দ্দারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, রোববার সকালে লিচু পাড়াকে কেন্দ্র করে হড়রা গ্রামের নজির জোয়ার্দ্দারের সঙ্গে তার ভাই সুন্নত জোয়ার্দ্দারের বাকবিতন্ডা হয়। এ ঘটনার সূত্র ধরে হামলায় নজির জোয়াদ্দার আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার প্রস্তুতি চলছে।

কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ থানায় মামলা একজন আটক

0
RAPEST-KUMARKILY-DRO-17-P13-compressed
ধর্ষক কাবিল।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সহয়তার অন্তঃস্বত্তা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। কাবিল (২২) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষিত গৃহবধূর বাবা দাবি করেন, শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল কৌশলে ওই গৃহবধূকে ধর্ষন করে। এ ঘটনার সাথে গৃহবধূর স্বামী সোহেল মল্লিকের জড়িত বলে তিনি দাবি করেন। তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ১১, তাং-১৫ মে ২০২০ ইং।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, একমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমারখালীর দুস্থদের পাশে ব্যাচ ৯৬’র সতীর্থরা

0
Kumarkhali-Tran-DRO-17P-12-compressed
উদ্যোক্তা সুজয় চাকী। ছবি- দ্রোহ।

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে ব্যাচ ৯৬’র সতীর্থদের উদ্যোগে ২২০ জন করোনার প্রার্দুভাবে কর্মহীন অস্বচ্ছল ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

রবিবার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও দুস্থদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুজয় চাকী, ডাঃ শোয়েবুর রশীদ পলাশ, শিমুল মালিথা, আলমগীর হোসেন ও মেহেদী হাসান। সংগঠনটির উদ্যোগে শনিবারেও দুস্থদের মধ্যে ৫ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ২ কেজি, তৈল ১ লিটার, পিয়াজ ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও চিনি ১ কেজি ত্রাণ হিসাবে প্রদান করা হয়।

ব্যাচ ৯৬’র সতীর্থদের অন্যতম উদ্যোক্তা সুজয় চাকী জানান, সংগঠনটি এ পর্যন্ত ২২০ জন গরীব অসহায় ও দুস্থ ব্যক্তিকে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। এ ছাড়াও কুমারখালীর জিজা বাগান এতিম খানায় ৯ হাজার টাকা, ৫ জন দুস্থকে ২৫ হাজার টাকা, ৮ জনকে ২০ হাজার টাকা ও ১৪ জনকে ১৪ হাজার টাকা প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় আরো দু’জনের করোনা সনাক্ত

0
coronavirus-DRO-17-P11-compressed
করোনার প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ঢাকা ও মুন্সীগঞ্জ ফেরৎ দু’জনের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত দুজনের একজন ২৫ বছরের যুবক ঢাকার গার্মেন্টস কর্মী। তার বাড়ি জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার গ্রামে। অপরজন ৪০ বছর বয়সী মুন্সীগঞ্জের শাহ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত বলে জানা গেছে। গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়া এলাকায়।

রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এ এইচ এম আনোয়ারুল ইসলাম এই দুজনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার গার্মেন্টেস কর্মী ওই যুবক গত ১৪ মে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। অপরজন মুন্সীগঞ্জ সিমেন্ট ফ্যাক্টারীতে কর্মরত ওই ব্যক্তি গত ১৩ মে গ্রামের বাড়ি কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ঈদগাহপাড়ার বাড়িতে আসেন। সিভিল সার্জন জানান, ১৬ মে এদের দুজনেরসহ গত ২৪ ঘন্টায় ৫ জনের নমুনা পরীক্ষা করা হলে এই দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, করোনা সনাক্ত হওয়ার পর রাতেই ওই গার্মেন্টেস কর্মীর বাড়ি এবং আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী জানান, রাতেই আক্রান্ত ওই বাড়িসহ আশে পাশের এলাকা লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুজনই বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এ নিয়ে কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ২৬ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে সর্বাধিক দৌলতপুর উপজেলায় ১১ জন। এ উপজেলায় ঢাকা ফেরৎ দম্পতির সংখ্যা ৩ জোড়া। এছাড়া, ভেড়ামারায় ২, মিরপুর ৪, কুষ্টিয়া সদর ৩, কুমারখালী ৫ এবং খোকসা উপজেলায় ১ জন আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তের মধ্যে ১৮ জন ইতোমধ্যেই সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

লালন মাজারের দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা

0
LALON-DRO-17-P9-compressed
লালন শাহ’র মাজার। ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

বাউল সম্রাট ফকির লালন শাহ্ এর মাজারের অস্থায়ী (কাঠের) দান বাক্সের তালা ভেঙ্গে চুরির প্রচেষ্টা চালানোর ঘটনায় থানায় জিডি করা হতে পারে।

রবিবার সকালে মাজারের দায়িত্বপ্রাপ্ত খাদেম (প্রধান খাদেমের ছেলে) রিপন ৩টি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পেয়ে তাৎক্ষণিক সবাইকে জানান।

খবর পেয়ে লালন মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এবং মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা প্রশাসকের পক্ষ থেকে থানায় জিডি করা হবে বলে জানা গেছে।

LALON-DRO-17-P10-compressed
দুবৃত্ত্বদের ভাঙ্গা দান বাক্স।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, অনুষ্ঠান চলাকালীন সময়ে মাজারের বিভিন্ন স্থানে অস্থায়ী দান বাক্স (কাঠের তৈরী) স্থাপন করা হয়। আর অনুষ্ঠান শেষে সেগুলো সরিয়ে মাজারের নির্দিষ্ট স্থানে রাখা হয়। এই দানবাক্সগুলোর মধ্যে ৩টি দানবাক্সের তালা ভাঙ্গা হয়েছে। কিন্তু সেগুলো দেখে পরিত্যাক্ত মনে হচ্ছে এবং এতে কোন টাকা পয়সা ছিলনা বলে ধারণা করা হচ্ছে।

লালন মাজারের সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সেলিম হক জানান, রবিবার সকালে মাজারের প্রধান খাদেমের ছেলে রিপন কাঠের তৈরী দান বাক্সগুলোর মধ্যে তিনটি দান বাক্সের তালা ভাঙ্গা দেখতে পায়। দানবাক্সের তালা ভেঙ্গে চুরির খবর পেয়ে মাজার কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, মাজার কমিটির সদস্য সচিব ও এনডিসি মোছাব্বেরুল ইসলাম মাজার পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে মাজারের মুল সিন্ধুকের (আয়রণ) তালা খুলে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

খোকসায় অবৈধ কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা অবৈধ কান্টে জাল ও চায়না দোয়ার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী...

প্রতারণার অভিযোগে নারী চিকিৎসককে পুলিশে দিয়েছে জনতা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় চিকিৎসক শারমিন সুলতানার বিরুদ্ধে সরকারি চাকরি দেয়া, ঘর, জমি, ভাতা দেয়াসহ বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০...

কুমারখালীর পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ...

খোকসায় অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমান

স্টাফ রিপোর্টার জনতার বাধায় গড়াই নদী থেকে অবৈধ বালি উত্তোলকারী ব্যবসায়ীর ড্রেজার ও নৌকা পিছু হটলো। তবে ব্যবসায়ী ও নৌকার মালিকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে...

বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় দুই জন আটক

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার রাতের আঁধারে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিসে টাঙানো দলীয় প্রধানদের ছবিতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েকৃত মামলার দুই আসামিকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন...