অবশেষে কালভার্টটির সংস্কার হলো প্রবাসী টাকায়

0
49

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের একটি কালভার্টের স্লাব ভেঙ্গে এলাকারীর চরম দুর্ভোগে পরে। অপর দিকে কালভার্টটি সংস্কারে পৌর কর্তৃপক্ষ গড়িমসি শুরু করে। অবশেষে ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কারের দায়িত্ব নেন জনৈক মালয়েশিয়া প্রবাসী।

জনদুভোগ নিরশনে এগিয়ে আসেন মালয়েশিয়া প্রবাসী বাবু প্রামানিক। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। গত রবিবার ওই প্রবাসীর অর্থায়নে ক্ষতিগ্রস্ত কালভার্টটির পুন:নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দুর্গাপুর -তারাপুর সড়কের (দুর্গাপুর পূর্বপাড়া কালিবাড়ি সংলগ্ন) কালভার্টটির স্লাব ভেঙ্গে পরায় মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, অতিবৃষ্টির কারণে কালভাটির স্লাব ভেঙ্গে পরে যোগাযোগ ব্যহত হয়। ক্ষতিগ্রস্থ কালভার্টটি সংস্কারের উদ্যোগ নিতে পৌরসভা কর্তৃপক্ষের বার বার দৃষ্টি আকর্ষণ করা হয়। জাতীয় এবং আঞ্চলিক পত্রিকায় রিপোর্ট করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্ত কালভার্টের অদুরের একটি মাদরাসার (হেফজখানা) ছাত্র-শিক্ষকেরা ভাঙ্গা কালভাটের উপর বাঁশের চরাট তৈরি করে দেন। এভাবেই ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করতে থাকে। অনেক পথচারী ও যানবাহন দুর্ঘটনার কবলে পরে।

আরও পড়ুন – রাজবাড়ীতে খুনের মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, যোগাযোগ স্বাভাবিক রাখতে এক পর্যাযে কালভার্টের ভাঙ্গা স্থানে বালি ফেলে ভরাট করায় ৬ নম্বর ওয়ার্ডে জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে জানানো হয় কিন্তু তিনি কোন ব্যবস্থা নেননি।

প্রবাসী বাবু প্রামাণিকের ঘনিষ্ঠ স্বজন আশরাফ জানান, এই সড়ক দিয়েই বাবু প্রামাণিকের গ্রামের বাড়িতে যাতায়াত করতে হয়। তার বাবার কাছে স্থানীয়রা এই ভাঙ্গা কালভাটটি সংস্কারের অনুরোধ করেন। তিনি এ বিষয়ে ছেলেকে জানালে বাবু প্রামাণিক তাঁর ঘনিষ্ঠজন আশরাফকে জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কারের দায়িত্ব দেন।

পৌরসভার সাভেয়ার ফিরোজুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেনি।