আইপিএলএ মুম্বাইয়ের পঞ্চম শিরোপা জয়

0
117
IPL-droho-11-11-2020-p-3

দ্রোহ অনলাইন ডেস্ক

আইপিএলএ প্রথমবার ফাইনালে ওঠা দিল্লির বিপক্ষে মুম্বাইয়ের বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের পূর্ব ইতিহাস ধরে রাখা। অবশেষে তাই হয়েছে। ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের লক্ষ্য টপকে যান রোহিতরা। এটি তাদের পঞ্চম শিরোপা জয়।

IPL-droho-11-11-2020-p-2

মঙ্গলবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে পঞ্চম শিরোপার হাতছানিতে নামা মুম্বাইকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি, যা ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়েই টপকে যান রোহিতরা। অধিনায়ক রোহিত ৫১ বলে করেন ৬৮ রান করেন, যার মধ্যে ৫ বাউন্ডারী ও ৪ ওভার বাউন্ডারী রয়েছে। আর মিডল অর্ডারে ইশান কিশান অপরাজিত থাকেন ১৯ বলে ৩৩ রানে।

প্রথম ইনিংসে দিল্লিকে ১৫৬ রানের মধ্যে আটকে রাখেন মুম্বাইয়ের পেসাররা। ২২ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক শ্রেয়াস আয়ার আর ঋষভ পাল্ডের দুই ফিফটিতে ভর করেই সংগ্রহ দেড়শ পার হয়। তবে শেষ পর্যন্ত যা যথেষ্ট হয়ে ওঠেনি। আইপিএলএ ১৩ তম আসরে এ নিয়ে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই মুম্বাইয়ের কাছে হারল দিল্লি। তবে সবচেয়ে পীড়াদায়ক অবশ্য শিরোপামঞ্চের হারটাই।