যশোর প্রতিনিধি
প্রাণঘাতী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। প্রয়োজন হয়ে পড়েছে দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যেমে সংক্রমিত রোগী চিহ্নিত করা এবং তাদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা করা। এরই প্রেক্ষিতে যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর সুবিধা চালু হচ্ছে ।
ডাঃ শেখ আবু শাহীন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ছয়টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার অব্দি এগুলো যশোরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, এসকল মেশিনারিজ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল এ হাসপাতালে না থাকলেও স্থানীয় ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে আইসিইউ চালু করা হবে। পরবর্তীতে পূর্ণাঙ্গভাবে চালু করতে জনবল চেয়ে আবেদন করা হবে।
আরও দেখুন ঘুনি/চারো শিল্পীদের দুঃসময়
আইসিইউ না থাকায় প্রায়ই যশোর থেকে গুরুতর রোগীদের খুলনা ও ঢাকায় স্থনান্তর করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ এসেছে তাতে এ অঞ্চলের মানুষের চিকিৎসায় নতুন দ্বার উন্মোচিত হবে তিনি আশাবাদী।