দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে আকিব রেজা স্মরণে আকিব স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে তারাগুনিয়া মোহামেডান স্পোটিং ক্লাবের আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালর খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।
ফাইনাল খেলায় হোসেনাবাদ এসবি কাউন্টার একাদশ ২০ ওভার খেলে ৪ উইকেটে ২১৬ রান করে চ্যাম্পিয়ন হয়েছে। সাতবাড়িয়া স্টার ক্লাব সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করে রানারর্স আপ হয়েছে। খেলাটি পরিচালনা করেন, তন্ময় আরিফ তুষার ও তহিরুল ইসলাম।
খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের অধিনায়কের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সরদার আতিকুর রহমান আতিক, খাসমথুরাপুর পিপুলস ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আলহাজ¦ আবু সাঈদ আজমল হোসেন, সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, তারাগুনিয়া মোহামেডান স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক আহমেদ রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসমথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সানাউল্লাহ সেন্টু।
উল্লেখ্য, আকিব স্মৃতি টি-২০ ক্রিকেট ২০২০ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়।