আচরণ বিধি ভঙ্গ : কুষ্টিয়া- ৩ আসনের নৌকার প্রার্থীকে শোকজ

0
167
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

আচরণবিধি ভেঙ্গে প্রশিণে আসা শিকদের ডেকে মতবিনিময় ও ভোট চাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনের নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার ভাইকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

রবিবার বিকালে এ নোটিশ প্রেরণ করেন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাযহারুল ইসলাম। আগামী ২৬ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও তারভাই এর বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। প্রার্থী মাহবুবউল আলম হানিফ ও তার চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে পৃথক ভাবে নোটিশ করা হয়।

কুষ্টিয়া-৩ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহরুল ইসলাম স্বারিত ওই কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব স্ব-শরীরে হাজির হয়ে প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরল ইসলাম।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শিকদের ট্রেনিং শুরু করার পূর্বে নির্বাচনী সভা করার জন্য বাধ্য করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। আপনার উক্ত কার্য জাতীয় সংসদ নিবার্চন আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর লঙ্ঘন’। এতে আরো বলা হয়, আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার সকালে কুষ্টিয়া শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে নতুন কারিকুলাম বিষয়ে প্রশিণ নিতে আসা ১ হাজার ২৮০জন শিককে ডেকে এনে মতবিনিময় সভার আয়োজন করেন শিক সমিতির নেতারা। সেই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ আসনের এমপি নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফসহ জেলা আওয়ামী লীগের নেতারা। সভায় নৌকা প্রার্থীর পে ভোট চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এ ঘটনায় নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটিতে লিখিত অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তণু। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি সংসদীয় কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিক এমপি ও তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে শো-কজ নোটিশ প্রেরণ করে।

এ বিষয়ে মাহবুবউল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘কোন নোটিশের কথা এখনও আমি জানিনা। ওসব কিছু না। এ নিয়ে এতো পেরেসানির কিছু নেই’।

উল্লেখ্য, সকালে মতবিনিময় সভার আয়োজন করে কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক ও মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা সবুজ ও শিক সমিতির নেতারা। সকাল ৯টায় ট্রেনিং শুরু হওয়ার কথা থাকলেও এক ঘন্টা দেরিতে শুরু হয়। সভায় অংশ নেওয়া শিকদের প্রায় সবাই নির্বাচনে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। তাদের শিক সমিতির নেতারা সভায় আসতে বাধ্য করেন।