আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

0
103

কুষ্টিয়া প্রতিনিধি

মামলার হাজিরা দিয়ে আদালত থেকে বাড়ি ফেরার পথে আসিকুজ্জামান শুভ (৩৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা রাজ্জাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুভ একই এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে। গুরুত্বর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটনের দ্ব›দ্ধ চলে আসছিল। এই দ্ব›দ্ধকে কেন্দ্র করে কয়েক দফায় দুই পরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় আসামী করা হয়েছে দুই পরে সমর্থকদের।

হামলায় আহত আসিকুজ্জামান শুভ জানান, একটি মামলার হাজিরা দিয়ে আদালত থেকে একাই মটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাজ্জাক মোড়ে পৌছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লার লোকজন তার মটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ১৫-২০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা মোটর সাইকেল ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার জানান, আহত যুবকের হাত ও পায়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাছাড়া শরীরে আরো আঘাতের চিহৃ রয়ছে। অতিরিক্ত রক্তরণ হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

একপরে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির লিপটন জানান, এই হামলার নেতৃত্ব দিয়েছে ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা ও চরমপন্থী সন্ত্রাসী লাট্টু। তারাই এলাকায় অশান্তি সৃষ্টি করছে।

অভিযোগ অস্বীকার করে উজানগ্রাম ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা দাবি করেন এই হামলার ঘটনার সাথে তার কোন কর্মী- সমর্থক জড়িত নন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, প্রতিপরে হামলায় এক যুবক আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।