আবারো উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

0
130
sea-signal-Dro-26-p-6-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

তান্ডবীয় আম্পানের আঘাতে সৃষ্ট ক্ষত শুকিয়ে ওঠার আগেই উপকূলে আবারো ৩ নম্বর সতর্কতা সংকেত জাড়ি করা হয়েছে।

দেশের চার সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুচাপের তারতম্য এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজারসহ তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।