আযান বন্ধ করতে পারবে না কেউ-এরদোগান

0
110
তুরস্কের প্রেসিডেন্ট

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেটো আর পিকেকের মতো সন্ত্রাসীগোষ্ঠী যতই অপতৎপরতা চালাক না কেন, তার দেশের পতাকা কেউ নামাতে পারবে না বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের চার বছরপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেউ ষড়যন্ত্র করে আর তুরস্কে আযান দেয়া বন্ধ করতে পারবে না। ২০১৬ সালের ১৫ জুলাই রাতের আঁধারে ফেতুল্লা টেরটিস্ট অর্গানাইজেশন সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু সেদিন দেশটির স্বাধীনচেতা জনগণ নিজেদের জীবনকে তুচ্ছ করে সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

আরও পড়ুন-সাবরিনা আরিফ মুখোমুখি- জিজ্ঞাসাবাদ করবে ডিবি

এরপর থেকে ১৫ জুলাই গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে তুরস্কে।

২০১৬ সালের সেনা অভ্যুত্থানে ২৫১ জন বেসামরিক লোক নিহত হন। এ ছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে ২ হাজার ২০০ জন।