দ্রোহ স্পোর্টস ডেস্ক
হাঁটুর চোট কাটিয়ে উঠলেও করোনাভাইরাসের কারণে প্রস্তুতিটা ভালো হয়নি। তাই ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রতিযোগিতাটির গতবারের নারী এককের চ্যাম্পিয়ন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
টুইট বার্তায় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ২০ বছর বয়সী এই কানাডিয়ান।
২০১৯ সালের অক্টোবরে বছরের শেষ টুর্নামেন্ট ফাইনালসে হাঁটুতে চোট পান আন্দ্রেয়েস্কো। এরপর থেকে খেলার বাইরে আছেন তিনি।
অনাকাক্সিক্ষত বিরতির পর চলতি বছরের৩১ আগস্ট নিউ ইয়কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।
আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!
আরও দেখুন-খোকসা বাস স্টান্ড এখন মরণ ফাঁদ
বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে প্রতিযোগিতাটি থেকে আগেই নিজেকে সরিয়ে নেন রাফায়েল নাদাল। খেলবেন না বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টিও।