ইজিবাইকের ভাড়া কামানোর দাবিতে মানববন্ধন

0
52

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়ন-পাবনা শহর সড়কে ইজিবাইকের ভাড়া পাঁচ টাকা কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর চেয়ারম্যান মোড়ে মানববন্ধনের আয়োজন করে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চ ও কোমরপুর যুবসংঘ।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সহ – সভাপতি আব্দুল মালেক, যুবদলের সাধারণ সম্পাদক হযরত আলী, কোমরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, সাদিপুর অন্যায় বিরোধী মঞ্চের উপদেষ্টা আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ে ছাত্র হোসাইন মুহাম্মদ সাদ্দাম প্রমুখ।

বক্তারা বলেন, চরসাদিপুর ইউনিয়ন থেকে পাবনা শহরের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। সরকার কর্তৃক নির্ধারিত ইজিবাইকের প্রতি কিলোমিটারে এক টাকা ৭৪ পয়সা। সেই হিসাবে ৭ কিলোমিটারের ভাড়া হওয়ার কথা প্রায় ১২ টাকা। তবুও সরকারি নির্দেশনা অমান্য করে ২০১৫ সাল থেকে চালকরা ভাড়া নিচ্ছিল ২০ টাকা। সেই ভাড়াও বাড়িয়ে গত ১ ডিসেম্বর থেকে চালকরা ভাড়া নিচ্ছে ২৫ টাকা করে। যা অযৌক্তিক। চালকদের মনগড়া বর্ধিত ভাড় কমানোর দাবি জানান তারা।

চরসাদিপুর-পাবনা শহর প্রায় অর্ধশত ইজিবাইক চলাচল করে বলে জানান চালক তক্কেল বিশ্বাস। তিনি বলেন, বিদ্যুত বিলসহ সকল নিত্যপণ্যের দাম বেশি। সেজন্য সকল চালকদের সিদ্ধান্ত মোতাবেক ভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ২৫ টাকা নেওয়া হচ্ছে। এতে অখুশি যাত্রীরা।

আরও পড়ুন – ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা

চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বলেন, পদ্মা নদীর কুলঘেঁষে অবস্থিত চরসাদিপুর ইউনিয়নটিতে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে এখানকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন। সেজন্য শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ নিত্য প্রয়োজন মেটাতে মানুষ পাবনা শহরে যাওয়া আসা করে। সেখানে চলাচলেও মানুষ নানান হয়রানির শিকার হয়। ভাড়া নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন – চেয়ারম্যানের সই-সিল জাল, দুই জনের জেল-জরিমানা

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।