ইতালির পর্যটন সমৃদ্ধ একটি প্রদেশ করোনামুক্ত

0
114
italy-dro-6-p-1-compressed

দ্রোহ অনলইন ডেস্ক

করোনা সংক্রমণমুক্ত ইউরোপের পর্যটন সমৃদ্ধ দেশ ইতালিতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

দেশটির প্রতিটি প্রদেশেই করোনার থাবা পড়ে ছিল। এর মধ্যে ইতালির ইসেরনিয়া প্রদেশটি এখন করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম গুলো। সর্ব প্রথম এই প্রদেশই করোনা সংক্রমণমুক্ত হলো। এখানে ৮৩ হাজার লোকের বসবাস। মোট পৌরসভা রয়েছে ৫২টি।

করোনাভাইরাসমুক্ত প্রদেশটির আশপাশের প্রদেশগুলো হলো- লাকুইলা, কাসেরতা এবং ফ্রসিননে। ইসেরনিয়া প্রদেশটি গঠন করা হয় ১০৭০ সালের ৩ মার্চে।

ইতালির একমাত্র এই প্রদেশের বাসিন্দারা মহামারীর প্রথম থেকে দেড় মাসের মধ্যে করোনারভাইরাসে আক্রান্ত হয়নি কেউ।

বিরল এ ঘটনা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত হয়েছে। যদিও তারা লকডাউনের বাইরে ছিল না। এটি রোমের একটি ছোট্ট প্রদেশ।

ইসেরনিয়ার মেয়র জাকোমো বলেন, চলুন আমরা সবাই শান্তিতে থাকি। ৬৯ বছর বয়সী মেয়র একজন হিসাবরক্ষক ছিলেন।

এখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী বিভিন্ন শহরে করোনায় আক্রান্তদের সেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।