ইবি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনেরবেতন দিলেন

0
155
DROHO- eb-20-P6
ছবি সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ঈক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন কর্মকর্তারা। কর্মকর্তাদের একদিনের বেতন থেকে এই টাকা প্রদান করা হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।