ইবি শিক্ষক সমিতির সদ্য নির্বাচিতদের দায়িত্ব হস্তান্তর

0
104

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সদ্য নির্বাচিত কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটির নেতারা।

সোমবার সকাল ১১টার দিকে নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী ক্রেস্ট উপহার দেন নব নির্বাচিত সভাপতি-সম্পাদক। এছাড়া সমিতির নব নির্বাচিত সদস্য ও সাবেক সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়।

বিদায়ী সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হক, সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মেহের আলী, সাবেক কোষাধ্য প্রফেসর ড. শেলীনা নাসরীন, বর্তমান সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, কোষাধ্য প্রফেসর ড. আব্দুল বারীসহ সংগঠনটির সদস্যরা।

গত ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থী শিক্ষকরা সভাপতিসহ ১০টি পদে এবং আওয়ামীপন্থী শিক্ষকরা সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচিত হন।