এক পসলা রোদ ও শিশুরা

0
111

শৈত প্রবাহের মধ্যে এক পসলা রোদ পেয়ে আড়মোড়া দিয়ে উঠেছিল শিশুরা। মধ্যাহ্ণ বিরতির সময় স্কিপিং করতে বিদ্যালয়ের মাঠে নেমে আসে তারা, সাথে ছিলেন শিক্ষকও। কুষ্টিয়ার খোকসার আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা।