একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

0
148
corona-Dro-p-7-11-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে শুক্রবার নতুন করে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বিশ্বে এর আগে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হয়নি।

দেশে দেশে সংক্রমণ রোধে জারি করা লকডাউন এর মধ্যেই উঠে যাচ্ছে কিন্তু অপরদিকে ভাইরাসটি মানুষের দেহে রেকর্ড সংখ্যায় সংক্রমণ ঘটিয়ে চলেছে ।

জুলাইয়ের শুরুর ১১ দিনের মধ্যে সাতদিনেই দৈনিক নতুন রোগী শনাক্তের হার ২ লাখ ছাড়িয়ে গেছে। বাকি চারদিন ছিল ২ এর কিছুটা নিচে। কিন্তু গড় হিসাব করলে প্রতিদিন আক্রান্ত হয়েছে অন্তত দুই লক্ষ মানুষ। তবে জুলাই মাসে কিন্তু করোনার গড় সংক্রমণের হার ছিল দেড় লাখেরও নিচে।

আরও দেখুন-খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যােেচ্ছ। খুব দ্রুত বিস্তার ঘটাচ্ছে মহামারি এই ভাইরাস। বিশ্বের সকল দেশের সরকার গুলোকে করোনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

হু এর তথ্য মতে, ২৪ ঘণ্টায় নতুন করে সোয়া দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে কয়েকটি দেশেও। এরমধ্যে রয়েছে শীর্ষ সংক্রমিত তিন দেশ যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারত। খুব দ্রুতই সংক্রমণ ছড়িয়ে তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকায়।

সংস্থাটির হিসাব অনুযায়ী, বিগত দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল ৪ জুলাই। বিশ্বজুড়ে সে-দিন সর্বোচ্চ ২ লাখ ১২ হাজার ৩২৬ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হন। কিন্তু দৈনিক মৃত্যুর গড় হার পাঁচ হাজারের নিচেই রয়েছে।

বিশ্বজুড়ে সংক্রমণের চেয়ে মৃত্যুহার কম থাকলেও দিন দিন কিন্তু মৃত্যুর সংখ্যা একটু একটু করে বাড়তির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জুন মাসেও দৈনিক গড়ে দেড় লাখের কম রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন সাড়ে ৪ হাজারের কিছু বেশি। চলতি মাসে সে সংখ্যা বাড়তির দিকে যাচ্ছে তা প্রথম দশ দিনের হিসাবেই স্পষ্ট।