একদিনের রিমান্ড শেষে সাহেদ অসুস্থ

0
100
সাহেদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

একদিনের রিমান্ড শেষে অর্থ আত্মসাতের মামলার আসামী সাহেদ অসুস্থ। দুদকের সাত দিনের রিমান্ডের প্রথমদিনের পরই প্রতারক সাহেদ অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের রিমান্ডে আনার পথে বুকে ব্যথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের পরিচালক প্রবণ কুমার ভট্টাচার্য এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাহেদ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি সুস্থ হলে আগামীকাল তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

এর আগে, সোমবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথমদিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।