ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা কারীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে যোগদান করে এমপি কন্যা ডরিন বলেন, আমাকে এতিম করে শান্তনার দেওয়ার অভিনয় করে ফিরে গিয়ে ভাঙ্গায় বসে তারা ছবি আদান-প্রদান করেন। প্রমানের আলকেই আলোচিত খুনিদের আটক করেছে পুলিশ।
তিনি আরও বলেন, আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে পুলিশ আটক করেছে। তাহলে কেন এখন বলা হচ্ছে, তাদের ফাঁসানো হচ্ছে।
বুধবার ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রঘনাথপুর বাজারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে এমপি আনার কন্যা ডরিন, এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিন দিন ডিবির তৎপরতা কমে যাচ্ছে।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ। মানববন্ধনে কালীগঞ্জের কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।