কথায় চিড়ে ভিজবে না মানুষ বুঝে গেছে-রিজভী

0
124
Rizvi-Dro-15-7-p-185
বিএনপি নেতা রিজভী

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় দোষি সাব্যস্ত করে আদালত যাবজ্জীন কারাদন্ডে দন্ডিত করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে।

দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের দলীয় নেতারা দিশেহারা হয়ে ২১ আগস্ট হামলায় বিএনপিকে জড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কথায় চিড়ে ভিজবে না। মানুষ যা বোঝার তা বুঝে গেছে। আপনি ক্ষমতা দিয়ে, দুঃশাসন দিয়ে এসব কথা বলছেন।

বিএনপি নেতা অভিযোগ করে বলেন, গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে হাসিল করতে তারেকসহ বিএনপির অন্য নেতাদের আসামি করা হয়।
অপরদিকে আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, শেখ হাসিনাকে খুনের এই চক্রান্তে বিএনপির শীর্ষ নেতৃত্ব জড়িত ছিল।

শনিবার এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আওয়ামী লীগ নেতাদের কথার জবাবে বলেন, তারা কাল থেকে ২১ অগাস্টের গ্রেনেড হামলা নিয়ে মিথ্যাচার করছে। অল্পস্বল্প নয়, কোরাস গাইছেন। একটা কথা আছে, হঠাৎ যদি একটা গরিব মানুষ অনেক টাকা পেয়ে যায়, সে ভারসাম্য হারিয়ে ফেলে, পাগল হয়ে যায়।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা এত ক্ষমতা পেয়েছেন, এখন দিশেহারা হয়ে গেছে। কী করবে তারা? এজন্য এখন একটু হাফ পাগল হয়ে গেছে, আবোল-তাবোল কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে ফাঁসাতে একুশে অগাস্টের গ্রেনেড হামলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফল বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগের দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল হচ্ছে ২১ আগস্ট বোমা হামলা এবং তারপরে বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে, সেজন্য তারা ক্ষমতায় এসে ওই মাস্টার প্ল্যান অনুযায়ী তা বাস্তবায়নের জন্য তাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়েছে বলেও জানান তিনি।