কবিতা উৎসব উপলক্ষে কবিদের মিলন মেলা

0
53

কুষ্টিয়া প্রতিনিধি

” শিরদাড়াটা খেয়ে গেছে ঘুনপোকা, মগজে ধরেছে পচন,” খুব কাছাকাছি এক ধরাতে এক জমিনে বাস ” ” স্বাধীনতা তুমি পাকহানাদার বাঙালির খেলা “সাত সকাল বেলা তুমি আগুন দিলে “এই গড়াই পাড়ে ডুবে যাওয়া সূর্য “- এমন অর্ধশতাধিক স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা উৎসব।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী পৌর শিশুপার্কে এ উৎসবের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম। কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক জনপদে এ উৎসবের আয়োজন করা হয়। এতে কুমারখালী ও খোকসা উপজেলা থেকে অন্তত ৬০ জন কবি অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশন শেষে আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. আব্দুর রহমান।

খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলামের চপলের পরিচালনায় উৎসবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, কবি, সাংবাদিক ও সুপ্রীম কোর্টের আইনজীবী পি এম সিরাজ প্রামাণিক, কবি ও সাহিত্যক সোহেল আমিন বাবু ও লিটন আব্বাস প্রমুখ।
এদিন কুমারখালীর কবি এম হাসিম আলীর রচিত ” বর্ণমালায় কাব্যগ্রন্থ ” বইটির মোড় উন্মোচন করেন প্রধান অতিথি আমিরুল আরাফাত।

আরও্ পড়ুন – খোকসায় বিএনপির কর্মী সমাবেশে ঐক্যের ডাক

আয়োজক ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আশিকুল ইসলাম চপল বলেন, কবিদের সামাজিকভাবে মর্যাদা বৃদ্ধি, সম্মানিত করা এবং লেখালেখিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে সাংস্কৃতিক জনপদে কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – পদ্মায় জেলের জালে ধরা পড়লো কুমির

কবি ও নাট্যকর লিটন আব্বাস বলেন, কবিদের পেটে ক্ষুধা থাকলেও মুখে থাকে সুধা। সুষ্ঠু সমাজ ও জাতি গঠনে কবিদের ভূমিকা রয়েছে। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয়। সেজন্য বেশি বেশি এমন আয়োজন করতে হবে।