করোনা আক্রান্তের নতুন রেকর্ড ১২৭৩ জন

0
143
Corona-compressed
করোনার প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ১২৭৩ জন ও মৃত্যু হয়েছে ১৪ জনের। এ অব্দি দেশে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮ জনে দাঁড়াল এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, সর্বমোট ৪২ টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১টি ল্যাব নতুন যুক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭৫ হাজার ৪০৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন।