কুষ্টিয়া প্রতিনিধি
মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। করোনা মহামারীতে আনুষ্ঠানিকতা বিহীন পালন করা হলো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা। এবার রথ টানা হয়নি বসেনি মেলাও। রথের আনুষ্ঠানিকতা নেই। প্রতি বছর কুষ্টিয়ার এ রথযাত্রাকে ঘিরে বড়বাজার থেকে মোয়াজ্জেম ষ্টোর পর্যন্ত বিশাল মেলা বসে। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের সমাগম ঘটে এ মেলায়।
জেলা পুজা উদযাপন পরিষদের সহ-আইন সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু বলেন, কুষ্টিয়ার রথটি ঐতিহ্যবাহী রথ। বহু যুগযুগ ধরে এ রথউৎসব হয়ে আসছে। কিন্তু এ বছর মহামারী করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা হবেনা।
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা জানান, কুষ্টিয়ায় ২টি রথ হয়। প্রথমটি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির এর রথ। পরেরটি ইসকন মন্দিরের। করোনার কারণে এ বছর রথটানা হবেনা। শুধু ধর্মীয় পুজা হবে। তাও মন্দিরে মধ্যে।