মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলাতে করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
মাগুরা শহরের আদর্শ পাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও মাহাবুবুর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার (২৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সে সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সোমবার শেষরাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
আরও দেখুন–এন্ড্রু কিশোর না ফেরার দেশে
মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ জুলাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৌসুমি আক্তার ও তার বাবা আবু তাহেরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ৩ জুলাই তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। এর মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতির দিকে গেলে ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি আক্তারের মৃত্যু হয়।
আরও দেখুন–করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
মৃতের স্বামী মাহাবুবুর রহমান জানিয়েছেন, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছেন। মৌসুমি আক্তারকে তার শ্বশুরবাড়িতে দাফন করা হবে।