দ্রোহ অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমিকদের দুর্দশা লাগবে ২৫ রমজানের মধ্যে ১৫ হাজার টাকা করে আপদকালীন প্রণোদনা হিসেবে এককালীন সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের নেতারা।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের এ শ্রমিক সংগঠনটির নেতারা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন করোনা যোদ্ধা গণমাধ্যমকর্মীদেরকে উল্লেখযোগ্য প্রণোদনা প্রদান, অসহায় হয়ে যাওয়া প্রবাসীদের পরিবারকে নগদ সহযোগিতা দেয়াসহ সরকারি খরচে বেকার হয়ে যাওয়া প্রবাসী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া প্রস্তাব গুলোর মধ্যে রয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সরকারের পক্ষ থেকে ২৫ রমাজানের মধ্যে সকল শ্রেণির কর্মহীন শ্রমিকদেরকে ১৫ হাজার টাকা করে সাহায্য প্রদানের দাবি উপস্থাপন করা হয়।