কুমারখালী প্রতিনিধি
দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তার পরিস্থিতিতে কুমারখালী উপজেলা পরিষদের ১৫তম মাসিক সমন্বয়সভা ভার্সুয়াল এ্যাপসে’র মাধমে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের সদস্যরা জুম ক্লাউড এ্যাপসে’র মাধ্যমে নিজ নিজ অবস্থানে থেকেই ভিডিও কলে সংযুক্ত হন। নিজের অফিস থেকে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান গত সভার সিদ্ধান্ত সমূহ পাঠের মাধ্যমে সভা শুরু হয়। পরে পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং নতুন কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সভায় চলমান করোনার মহামারি পরিস্থিতি মোকাবিলায় করনীয় সম্পর্কিত বিষয় নিয়েই মুলত বেশি আলোচনা করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, সারাদেশের মতো কুমারখালীতেও কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চলমান পরিস্থিতিতে উপজেলার সর্বস্তরের মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং আক্রান্ত রোগী সহ সাধারণ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন।