কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রুপের সাথে সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গুরুতর আহত হয়েছেন।
সোমবার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে চর জগন্নাথপুর ব্রিজ এলাকার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক আহমেদ খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক আহমেদ খান সকালে মোটরসাইকেলে জগন্নাথপুর এলাকার যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান ও আব্দুল্লাহ্ আল বাকি বাদশার নেতৃত্বে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে গালিগালাজ করতে থাকে।
এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে প্রতিপক্ষ সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নানের উপর হামলা করে। এ হামলায় গুরুতর আহত হান্নানকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর হামলাকারীরা ফারক খান সমর্থক নূর আলম জিকুর তিনটি দোকানে এবং একই এলাকার আমিরুলের বাড়িতেও হামলা করে ভাঙচুর-লুটতরাজ করেছে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।