কুমারখালীতে গণপরিবহনে স্বাস্থ্য বিধি নিশ্চিতে প্রশাসনের কড়া নজরদারি

0
116
Kumarkhali-dro-01-p5-compressed

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।

সোমবার কুমারখালী থেকে ঢাকাগামী একাধিক বাস দুই সিটে এক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি ছাড়ার কারণে সরকার নির্ধারিত ভাড়ার থেকে ২০ শতাংশ বেশি ভাড়া আদায় করছে বলে অনেক যাত্রী অভিযোগ করেন। তাদের অভিযোগ ঢাকাগামী পরিবহনের কাউন্টার গুলো রবিবার রাত পর্যন্ত ৮০ শতাংশ বৃদ্ধি ভাড়ায় আগাম টিকেট বিক্রি করেছে। প্রশাসনের হস্তক্ষেপে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরৎ দেবার অঙ্গিকার করে পরিবহন কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান। এ সময় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম, এ মুহাইমিন আল জিহান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গণপরিবহনের কাউন্টারগুলোতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি প্রতিপালনের ব্যবস্থা ও সামাজিক দুরত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।