কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দিনবাপী কবিতা উৎসব অনুষ্ঠিত।
শনিবার সকাল ৯ টায় কুমারখালী শহরের পৌর শিশুপার্কে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত কবিতা উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
কবি সৈয়দ আব্দুস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কবিতা উৎসবে দূর-দূরান্ত থেকে প্রায় দুই শতাধিক কবি অংশ গ্রহন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক কবি আবদুর রশীদ চৌধুরী, সাবেক সচিব কবি আল কামাল, প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয়ের সাবেক সচিব কবি কাজী আক্তার হোসেন, কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুন, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, কবি লিটন আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু হয়। ফাঁকে ফাঁকে চলতে থাকে কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর। অনুষ্ঠানটি কবিদের মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ব্যর্থ প্রাণের জঞ্জাল সরিয়ে আঁধার দূর করতেই তাদের এই আয়োজন।