কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার সকাল স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ফিতা কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নার খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের স্টলে বিভিন্ন আবিস্কার প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর অনুাষ্ঠানটি সঞ্চালনা করেন।