কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবায়ের রক্ত অপসারণ কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত সেলিম (৩৫) নামের একজন জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সেলিম উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মুসার ছেলে। তিনি পেশায় ভাংরি মালের ব্যবসায়ী।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছের আলী খাঁ জানান, গরু জবায়ের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধায় ঠেলাঠেলির বাজারে দুই পরে বাগবিতন্ডা হয়। এসময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, আহতের স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক বদরুদ্দোজা বলেন, নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শক্রুতা করে প্রতিপরে রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল তার উপর হামালা করে।
আরো পড়ুন – ছেঁউড়িয়ার লালন উৎসব শেষ হল
কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন কে মুঠোফোনে কল দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করেন নি।