কুমারখালীতে প্রতিবন্ধীরা পেলেন শীতবস্ত্র

0
114

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ১৫০ জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপল্েয উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যাললয়ে সামনে ভুক্তোভোগীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা শাখার ব্যবস্থাপক শাহিন উদ্দিন, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেনসহ প্রমুখ।