কুমারখালীতে বজ্রপাতে নিহত ২

0
155
brjupat-dro-4-p-7-compressed
স্বজনদের আহাজারী।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে পৃথক দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে।

নিহতরা হলেন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল (৩০) ও নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে শফি মন্ডল(৪৫)।

সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন জানান, দুপুরে গরু চড়াতে পদ্মার চরে যায় ফারুক। একটু পরে আকাশে ঘনকাল মেঘ লাগে এবং বিদ্যুত চমকাতে থাকে। এরমধ্যে বিকাল ৩ টার দিকে গরু চড়ানো অবস্থায় বজ্রপাত তার মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে। মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষক শফি মন্ডলের মৃত্যু হয়।