কুমারখালীতে বজ্রপাতে ৫ম শ্রেনীর ছাত্র নিহত

0
124
bRy-DRO-9-o11-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে সোহাগ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই এলাকার মকছেদ আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।

নন্দলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নওশের আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি বাড়ির পাশেই ঘুড়ি উড়াচ্ছিল। বিকালে হঠাৎ করেই কালোমেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সোহাগের মৃত্যু হয়।