কুমারখালীতে মন্দির কমিটির হাতে অনুদানের চেক বিতরণ

0
87

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব উপলে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পূজা মন্দির কমিটির নেতাদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

বিশেষ অতিথি ছিলেন পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুধাংসু কুমার ঘোষ, পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক শিশির কুমার বিশ্বাস প্রমুখ।

এ সময় উপজেলার ৬০টি মন্দির কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শারদীয় শুভেচ্ছা সহ মতবিনিময় সভা শেষে উপজেলার সকল পুজা মন্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অনুদান তুলে দেন আব্দুল মান্নান খান।