কুমারখালী প্রতিনিধি
করোনা পরিস্থিতিতে কুমারখালী উপজেলার ৩৯০টি মসজিদের অনুকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুুপুরে ইসলামিক ফাউন্ডেশন কুমারখালীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা হলো।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের ইমামদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।