কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে স্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা দুই জনই মোটর সাইকেলের আরহী।
বুধবার সকালে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছেন।
নিহত একজনের নাম শাহিন মিয়া (৪২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে। আরেকজনের নাম ইকরামুল (২২)। তিনি দর্শনা থানার নান্তিপুর গ্রামের ছালামের ছেলে।
স্থানীয়রা জানান, তৃতীয় কোনো একটি গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটতে পারে।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বুখতিয়ার উদ্দিন জানান, মোটরসাইকেলর সাথে স্যালোইঞ্জিন চালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হয়েছেন। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে অপর জন মারা যান। নিহতদের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে পরিচয় মিলেছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সুব্রত প্রকাশ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ কাজ করছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।