কুমারখালী প্রতিনিধি
জাতীয় সংগীতের ‘ আমার সোনার বাংলা….’ ‘আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে…, এর সুরকার এবং বাউলশিল্পী, গীতিকার গগন হরকার’র স্মৃতি সংরণে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির অদুরে বেলগাছি মোড়ে দৃষ্টিনন্দন এই ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে ম্যুরালের ফলোক উন্মোচন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও ম্যুরালের পরিকল্পনাকারী কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ গগন হরকরা ছিলেন একজন নেতৃত্বদানকারী মনিষী। একাধারে বাউলশিল্পী, গীতিকার ও সুরকার। অনেক দেরিতে হলেও আমরা এই গুণীজনের সম্মান জানাতে পেরেছি। অবহেলিত গগণ হরকরাকে জাতীয়ভাবে সম্মানিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস সহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এ উপল্েয ম্যুরাল চত্বরে গগন হরকরার ‘ আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যেরে’ গানটি পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।