কুমারখালীতে ৪ জুয়ারী আটক

0
122

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জুয়ার আসর থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এক ভাগিনাসহ তিন ভাতিজাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশে।

মঙ্গলবার দুপুরে প্রিজনভ্যানে করে আসামীদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন – উপজেলার চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের মৃত আনছার শেখের ছেলে আবু তালেব শেখ (৫০)। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাগিনা। আর দুই ভাতিজা হলেন একই এলাকার মৃত কমির উদ্দিন খা’র ছেলে বাবলু খা (৫৫) ও মৃত কফিলের ছেলে খলিল খা ওরফে ভোমরা খা (৪৭)। এছাড়াও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেনের ভাতিজা ও মৃত মনে মন্ডলের ছেলে আব্দুল রশিদ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে উপজেলা চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের কুদু খা’র চায়ের দোকান এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দোকানের পিছন থেকে জুয়া খেলার সময় চারজনকে আটক করে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে এক জোড়া তাস, নগদ পাঁচ হাজার ৮৯০ টাকা ও বস্তা জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে মামলা করা হয়।

চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেন বলেন, ওই এলাকা (ঘোষপুর) তাঁর বাইরে। সেখান থেকে তাঁর ফুফাতো ভাই ( আবু তালেব) ধরা পড়েছে। তবে তিনি কোনো জুয়া টুয়া খেলেন না।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, জুয়া মামলায় চারজন আসামিকে গ্রেফতার করে আতালতে পাঠানো হয়েছে।