কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালীতে চারজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে কুমারখালী পৌরসভার দুর্গাপুর এলাকায় আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে – কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯), দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩)। তাদের একমাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও এলংগী পাড়ার শরিফুল ইসলামের ছেলে মুর্শিদ আলম (২৪) কে দুই মাস এবং দূর্গাপুর এলাকার মৃত মোফাজ্জেলের মনির হোসেন (২২) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন – ঝিনাইদহে ১৮ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এতথ্য নিশ্চিত করে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে চারজন মাদককারবারী বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।