কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে তালের রস পঁচিয়ে তৈরী করা নেশা জাতীয় দ্রব্য তাড়ি ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ৬ ব্যক্তিকে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার বিকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়ার কিক মোড়ে তাড়ি ক্রয়-বিক্রয় ও সেবনরত অবস্থায় ৬ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাৎণিক মোবাইল কোর্ট আইন এর আওতায় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড করা হয় এবং জব্দকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।