কুষ্টিয়ায় বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

0
53

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি’র পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। একই সাথে তারা কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হন জেলা বিএনপির সাবেক কমিটির কয়েকজনসহ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বঞ্চিত নেতা-কর্মীরা সেখান থেকে বিভিন্ন ¯েøাগান সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহরের প্রধান সড়ক এনএস রোডে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর গেটে সমাবেশ করেন। এ সময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু বলেন, কেন্দ্রীয় কমিটি কতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে যে কমিটি ঘোষণা করেছিল তাতে পুরোপুরি সন্তুষ্টু নাহলেও আমরা প্রতিক্রিয়া দেখাইনি। কেন্দ্রীয় কমিটি যেটা ভালো মনে করেছে, তা মেনে নিয়েছিলাম। আমরা তাদের কাছে গেছি, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। ভেবেছিলাম তারা সবাইকে নিয়ে রাজনীতি করবে। কিন্তু আমাদের সেই ভাবনা ভুল ছিল। আহ্বায়ক ও সদস্য সচিব মিলে নিজেদের লোকজন দিয়ে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে, যা আমাদের মতো বহু নেতার রাজনৈতিক ভবিষৎ ধ্বংসের নীলনকশা। আমরা তা বাস্তবায়ন হতে দেবো না।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ত্যাগীদের এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। বরং যারা আওয়ামী লীগের সঙ্গে মিলে-মিশে ব্যবসা-বাণিজ্য করেছেন তারাই স্থান পেয়েছেন। জেলার তিনজন সাবেক সংসদ সদস্যকেও এই কমিটিতে সদস্য পদ দিয়েও রাখা হয়নি। যেটা স্পষ্টত ষড়যন্ত্র।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম নুরু, দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ হাবলু মোল্লা ও কুমারখালী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এদিকে কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ সমাবেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, যারা বিক্ষোভ করলেন, তাদের মধ্যে আমাদের মাত্র সাতজন ছিলেন। বাকিদের তো চিনতে পারলাম না। যদি আপনারা চেনেন, আমাদের জানাবেন।

অপরদিকে জেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন, যারা নিজেকে পদবঞ্চিত মনে করেন, তাদের রাস্তাঘাটে হইচই না করে সঠিক উপায়ে দাবি জানানোর আহ্বান জানিয়ে বলেন, আহ্বায়ক কমিটি ছোট একটা কমিটি। চাইলেও সবাইকে সেখানে জায়গা দেওয়া সম্ভব হয় না। পৌরসভা-উপজেলাসহ ১১টি ইউনিট আমাদের। সবার প্রতিনিধিত্বের প্রশ্ন আছে। কাউন্সিল করে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে, তখন ত্যাগী বিবেচনায় সবাইকে স্থান দেওয়া সম্ভব হবে বলেও জানান জেলা বিএনপির সর্বোচ্চ এই নেতা।

আরও পড়ুন – কুমারখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক ও প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত এই আহ্বায়ক কমিটিতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক তিন এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও অধ্যাপক শহিদুল ইসলামসহ বিগত কমিটির সিংহভাগ নেতা-কর্মীই বাদ পড়েছেন।