কুষ্টিয়ার আগুনে পুড়ে কৃষরকের চার গরুর মৃত্যু

0
88

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গোয়াল ঘরে রহস্য জনক অগ্নিকান্ডে এক কৃষকের চারটি গরু ও একটি ছাগল পুঁড়ে মারা গেছে। দগ্ধ হয়েছে আরো পাঁচ পশু।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল স্কুল মোড় এলাকার কৃষক শেখ রেজাউল করিমের বাড়ির গোয়াল ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে কৃষকের প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। অগ্নিদগ্ধ অন্য পশুগুলো চিকিৎসা চলছে।

কৃষক শেখ রেজাউল করিম জানান, তার পাকা ঘরের সাথে উপরে টিন এবং পাটকাটির বেড়া দেওয়া গোয়াল ঘরে ৬ টি গরু আর ৪ টি ছাগল ছিল। প্রতিদিনের মত রাত সাড়ে ১০ টার দিকে সর্বশেষ গোয়াল ঘরে গিয়ে পশু গুলোকে দেখে আসেন। রাত সাড়ে ১১ টার দিকে প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙ্গে। এ সময় প্রতিবেশীদের সাথে নিয়ে অগ্নিদগ্ধ আহত দুটি গরু ও তিনটি ছাগল উদ্ধার করেন। ততক্ষণে গোয়াল ঘরের মধ্যেই ৪ টি গরু ও ১ টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

কৃষক শেখ রেজাউল করিম জানান, কিভাবে গোয়াল ঘরে আগুন লাগলো এ ব্যাপারে তার কোন স্পষ্ট ধারণা নেই। তবে অনুমান করছেন হয়তো কেউ শত্রæতা করে আগুন দিতে পারে। মশার কয়েল থেকে গোয়াল ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল দাবি করেন, প্রতিদিন গোয়াল ঘরে মশার কয়েল জ¦ালানো হয়। তবে তার ধারণা মশার কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটার কখা না।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে রাত ১২ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছান। কিন্তু ফায়ার সার্ভিস পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে ফেলেন। রাত ১২ টা ৫০ মিনিট পর্যন্ত তারা ঘটনাস্থলে ছিলেন। প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ কেউ জানাতে পারেনি বলে তিনি দাবি করেন।