কুষ্টিয়ার এসপি’র ঈদ উপহার পেলো ২’শ পরিবার

0
124

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশ সুপার ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ২শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

বুধবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে গরীব, অসহায়, কর্মহীন, হত দরিদ্র ও দুস্থ্যদের মাঝে পুলিশ সুপার (এসপি) মো: খায়রুল আলম এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

পুলিশ সুপার বলেন, করোনার ভয়াবহ প্রকোপ থেকে রা পেতে হলে স্বাস্ব্যবিধি মেনে মাস্ক পরার বিকল্প নাই। তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কাজ সম্পাদন করতে হবে। বৈশ্বিক মহামারি করোনার হাত থেকে বাঁচতে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করে তুলতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।