কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফেরদৌস রিয়াজ জিল্লু (৩৫) এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার অসুস্থ ফেরদৌস রিয়াজকে ঢাকায় নেয়ার পথে রাত ২টা ৩০ মিনিটে গোয়ালন্দ ঘাটের কাছে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফেরদৌস রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে রাতেই অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার বাদ জুমা শহরের জিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
ফেরদৌস রিয়াজের মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি গাজী মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সাগর, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখ, সাধারণ সম্পাদক নুর আলম দুলাল ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।