কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী ঠিকাদার তারা বাবু গ্রেফতার

0
176

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চরমপন্থী ঠিকাদার সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪৮) গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান রবিবার রাতে তারা বাবুকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তারা বাবুর কাছ থেকে উদ্ধার করা অস্ত্র।

র‌্যাবর জানায়, পরবর্তীতে সৈয়দ নূরে আলম তারা বাবুকে নিয়ে কুষ্টিয়া শহরের থানা পাড়াস্থ তার নিজ বাসভবনে তল্লাশী চালিয়ে একটি এসএমজি, একটি একনলা বন্দুক, একটি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি রিভলভার ও ১৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের সূত্র জানায়, দীর্ঘদিন বিদেশী আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের হয়ে সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু কুষ্টিয়া এলজিইডি, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ কুষ্টিয়ার প্রায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারী নিয়ন্ত্রণ করে আসছে। জেলার প্রায় সব সরকারি দফতরে তার নিজ নামে ঠিকাদারী লাইসেন্সও রয়েছে। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় সে কুষ্টিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে আসলেও এতদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে ছিল।