কুমারখালীতে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদান

0
111
Kumarkhali-Dro-13-7-p-8
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানের ছবি-দ্রোহ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশেষ কিছু এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত অর্থে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্ব করেন।

Kumarkhali-Dro-13-7-p-9
সরকারি উপহার পাওয়া বাইসাইকেলসহ আদিবাসী শিক্ষার্থীরা-ছবি দ্রোহ

২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কুমারখালী আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও ধলনগর আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অনুকুলে বরাদ্দকৃত অর্থে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক, প্রাথমিক পর্যায়ের ৫০ জনকে শিক্ষা উপকরণ এবং মাধ্যমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

Kumarkhali-Dro-13-7-p-7
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানকালের ছবি-দ্রোহ

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন-সহকারি কমিশনার এম, এ মুহাইমিন আল জিহান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিনসহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।