কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ধারাবাহিক ভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরে জনসচেতনতা সৃষ্টির ল্েয পুলিশ সুপারের নেতৃত্বে র্যালি ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার পুলিশ লাইন্স কুষ্টিয়া থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পুলিশ সুপার মো: খাইরুল আলমের নের্তৃত্বে র্যালিটি সিঙ্গার মোড়সহ কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ সময় জেলা পুলিশের প থেকে হ্যান্ড মাইক ব্যবহার করে মাস্ক পরার ব্যাপারে প্রচার প্রচারণা ও যাদের মাস্ক নেই তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ আতিকুল ইসলাম, অফিসার ইন চার্জ কুষ্টিয়া মডেল থানা, ওসি ডিবি, কুষ্টিয়াসহ জেলা পুলিশ ও পুলিশের সকল র্যাংকের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।