কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও একজন কলেজের অধ্যাপক এবং অপরজন আদালতের আইনজীবীর সহকারী। এ অবধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৪ জন। এ ছাড়াও করোনা উপসর্গে মারা গেছেন এক কিশোর।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত সার্জারি বিভাগের সহকারী অধ্যাপকের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ডায়বেটিস রোগে ভুগছিলেন।
আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
তিনি আরও বলেন, ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে সে দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানন্তর করা হয়।
অপরদিকে করোনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী (৫৯) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন- ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস কলোনিপাড়ার বাসিন্দা আদালতের আইনজীবীর সহকারি মোকসেদ আলী (৬৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, তার মৃত্যুর খবরটি গোপন করে সকালে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি ৩ জুলাই তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি
আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??
প্রাণঘাতী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন শিমুল বিশ্বাস (২০) নামে এক কিশোর। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শিমুল কুষ্টিয়া সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাক বিশ্বাসের দ্বিতীয় ছেলে।
এ অবধি জেলায় করোনা আক্রান্ত ২৪ জনের মৃত্যু হলো।